করোনায় মৃত মার্কিনিদের সম্মানে পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ মে ২০২০, ১২:৪৮

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের মৃত নাগরিকদের সম্মানে তিনদিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা যখন এক লাখের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ঘোষণা দিলেন ট্রাম্প। দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে এক লাখ প্রাণহানি হলে পতাকা অর্ধনমিত করার আহ্বান জানানো হয়েছিল। টুইটারে ট্রাম্প লিখেছেন, করোনাভাইরাসে যেসব আমেরিকান নাগরিকের প্রাণহানি হয়েছে তাদের সম্মানে সব কেন্দ্রীয় ভবন ও জাতীয় স্মৃতিস্তম্ভে আগামী তিনদিন পতাকা অর্ধনমিত রাখব।

ট্রাম্প আরও জানিয়েছেন, সোমবার পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকবে। ওই দিন দেশটি স্মৃতি দিবস পালন করবে। দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রয়াত সেনাদের স্মরণে দিবসটি পালন করা হয়ে থাকে।যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও