কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতালে বসে বিরিয়ানি অর্ডার দিলেন ৪ করোনা রোগী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ মে ২০২০, ১১:২৮

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছিলেন ভারতের তামলিনাড়ুর চার করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে প্রতিদিন মশলা ছাড়া রান্না করা যে খাবার দেয়া হচ্ছিল তা খেয়ে তাদের মধ্যে মানসিক অবসাদ শুরু হয়। অবস্থা এমন দাঁড়ায় যে, কোনো কিছুই আর মুখে উঠছিল না তাদের।

খাবারের স্বাদ বদল করে এই অবস্থা থেকে মুক্তি পেতে বিরিয়ানি অর্ডার করেন তামিলনাড়ুর সালিম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ওই চার করোনা রোগী। সিদ্ধান্ত অনুযায়ী তারা অর্ডারও করে বসেন।

ডেলিভারি বয়ও বিরিয়ানি নিয়ে হাসপাতালে সামনে হাজির। তবে তিনি ভাবতেও পারেননি, খাবার অর্ডার দিয়েছেন করোনা আক্রান্ত চারজন। খাবারের প্যাকেট ওই চারজনের কাছে পৌঁছাতে গিয়ে জানতে পারেন বিষয়টা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও