কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭০ লাখ পরিবহন শ্রমিকের কষ্টের দিনে পাশে দাঁড়ায়নি কেউ

সময় টিভি প্রকাশিত: ২২ মে ২০২০, ০৯:৪৩

করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই মাসের সাধারণ ছুটিতে মানবেতর জীবন যাপন করছে দেশের প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিক। দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এসব খেটে খাওয়া মানুষ। পরিবহন শ্রমিকদের দাবি, অভাব অনটনে দিন কাটলেও এখনও কোনো সহায়তা মেলেনি মালিক, শ্রমিক সংগঠন কিংবা সরকারের তরফ থেকে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো বলছে, সংগঠনের পক্ষে দীর্ঘ সময় ধরে সহায়তা সম্ভব নয়। দায়িত্ব নিতে হবে সরকারকে।

ছোট একটি রুমে ৩ সদস্যের পরিবার নিয়ে বেশ যাচ্ছিল বাস চালক বেলাল হোসেনের যাপিত জীবন। কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সবকিছু । মোহাম্মদপুর থেকে মতিঝিল দাপিয়ে বেড়ানো এই চালকের এখন পরিবারের মুখে ৩ বেলা খাবার তুলে দেয়াই দায়। বাস চালক বেলাল হোসেন বলেন, 'কোটি কোটি কাটা চান্দা কাটছে। এখন কই সকলে। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি।' ঈদকে সামনে রেখে ৫ বছরের ছোট শিশুর আবদার শুনলে ঘোর অমানিশায় পড়ে যান বেলাল। বেলাল বলেন, 'বাচ্চা বলে বাবা বাবা মার্কেটে যাবো, পয়সা নেইতো কিভাবে যাব?'

ঠিক এভাবেই দিন কাটছে দেশের প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিকের। নিয়মিত চাঁদা দিয়ে আসলেও এই মহাদুর্যোগে মিলছে না সহায়তা। পরিবহন শ্রমিকদের একজন বলেন, 'আগেতো দিন আনতাম দিন খাইতাম। এখনতো সে অবস্থা নেই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও