কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে খেলাটা উপভোগ করেন উইলিয়ামসন

ইত্তেফাক প্রকাশিত: ২২ মে ২০২০, ০৯:৩২

এই তো বছর দশেক আগের কথা। ২০১০ সালে ১৯ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঢাকায় আসার আগে মাত্র চারটি ওয়ানডে খেলেছিলেন উইলিয়ামসন। বাংলাদেশ সফরে সিরিজের চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি (১০৮) তুলে নেন।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সেই স্মৃতি এখনো তরতাজা উইলিয়ামসনের মনে। যদিও এক প্রান্ত আগলে করা তার একার লড়াইয়ে সেই ম্যাচে শেষ রক্ষা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। ঐ সিরিজে নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমাগত উঁচুতে উঠেছেন উইলিয়ামসন। তিন ফরম্যাটে ৩৪ সেঞ্চুরির মালিক তিনি। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় তাকে। এখন নিউজিল্যান্ডকেও নেতৃত্ব দিচ্ছেন। ২৯ বছর বয়সী এই কিউই ক্রিকেটার গতকাল তামিম ইকবালের ফেসবুক লাইভের অতিথি ছিলেন। তামিমের সঙ্গে আড্ডায় তিনি স্মরণ করেছেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সময়কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও