শ্বাসরুদ্ধকর ৮ ঘন্টা: যেভাবে আম্ফানের রাতে অপহৃত শিশু উদ্ধার

ডেইলি বাংলাদেশ পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ২২ মে ২০২০, ০৯:২৯

রাজধানীর মগবাজার থেকে সিফাত (৪) নামে এক শিশুকে অপহরণের আট ঘণ্টা পর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে অপহরণ হওয়া শিশুকে ওইদিনই আম্ফানের তাণ্ডবময় রাতে পাটুরিয়া ফেরী ঘাট থেকে উদ্ধার করে পুলিশ।

শিশু সিফাত জানান বাবার সহকারী ‘মিলন মামা’ দোকান থেকে চকোলেট কেনার কথা বলে তাকে নিয়ে যান। তবে অপহরণকারী মিলনকে এখনও খুঁজে পায়নি পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, সিফাতের বাবা ফিরোজ হাওলাদার পেশায় রঙ মিস্ত্রি। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে হাতিরঝিল থানাধীন মগবাজার ভাড়া বাসায় থাকে। বড় ছেলের বয়স ১১ বছর। ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর। করোনার সময়ে সরকারের সাধারণ ছুটি চলাকালীন তিনি বাসায়ই থাকছেন। কোন কাজ না থাকায় পুলিশ, আত্মীয় স্বজন প্রতিবেশিদের সহযোগিতায় টুকটাক করে সংসার চালাচ্ছিলেন। বুধবার সকালে বাবা ফিরোজ হাওলাদার ঘুমিয়ে ছিলেন আর তার স্ত্রী রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। সিফাত বাসার সামনেই খেলা করছিল। বেলা সাড়ে এগারোটার দিকে সিফাত ঘরে ও আশেপাশে নেই দেখে চিৎকার শুরু করে তার মা। পুরো এলাকা ও আশপাশ খুঁজেও পাওয়া যাচ্ছিল না সিফাতকে। এরপর দুপুর দেড়টার দিকে সিফাতের বাবার মুঠোফোনে অজ্ঞাত ফোন থেকে জানানো হয় সিফাতকে অপহরণ করা হয়েছে। শিশু সিফাতকে মুক্ত করতে হলে লাগবে ৫০ হাজার টাকা। আর পুলিশকে যদি বিষয়টি জানানো হয় তবে শিশু ছেলের লাশ পাওয়া যাবে বলেও হুমকি দেয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও