আম্ফানে অল্পের জন্য রক্ষা পেয়েছে সাকিবের কাঁকড়া খামার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ মে ২০২০, ০৪:১৭

এক বছর আগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে কাঁকড়া খামার প্রতিষ্ঠা করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম’ নামে পরিচিত তার এই কাঁকড়া খামারটি। 

বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশে আঘাত হানে। এতে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার গতিবেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে অনেক এলাকাই লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে বড় ধরণের ক্ষতির সম্ভাবনা দেখা দিলেও ভাগ্যক্রমে কাঁকড়া খামারটির খুব বেশি ক্ষতি হয়নি।

কাঁকড়া চাষের ‘অফ সেজন’ চলমান থকায় এমনিতেই খামারে কর্মব্যস্ততা ছিল না। এছাড়া করোনাভাইরাসের কারণে অ্যাগ্রো ফার্মের কার্যক্রম বন্ধ ছিল। ঘুর্ণিঝড় আঘাত হানার সময় খামারে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ফার্মের আটটি ব্রিজের মাঝে একটি ভেঙে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও