করোনা সঙ্কটে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন অধ্যাপক কারমেন
নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতি। এরই মধ্যে ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি শক্তিশালী অর্থনীতির দেশও অর্থনৈতিক মন্দায় পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় অনেক দেশেরই ঋণ সহযোগিতার প্রয়োজন পড়ছে। এই সঙ্কটকালে মার্কিন অর্থনীতিবিদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কারমেন রেইনহার্টকে বিশ্বব্যাংক গ্রুপের সহ-সভাপতি এবং প্রধান অর্থনৈতিক নিয়োগ দিয়েছে সংস্থাটির প্রধান ডেভিড মালপাস।
আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলেও বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক প্রধান বলেন, ‘আমাদের অনেক সদস্য রাষ্ট্র যখন জরুরি ঋণের মুখোমুখি এবং আমরা তাদের অর্থনৈতিক মন্দা দূর করে উন্নয়নকে আবারো ত্বরান্বিত করার চেষ্টা করছি, সেই সময় বিশ্ব ব্যাংক গ্রুপে প্রফেসর কারমেনকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত খুশি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.