![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/21/c222582e3a8992399e424c302e67a8df-5ec6803b793d6.jpg?jadewits_media_id=1533900)
করোনাকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ভাই-বোন তুলে দিলেন জমানো বৃত্তির টাকা
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিলেন দুই ভাই-বোন ইশরাক তরফদার রিজন ও তাঁর বোন মিথিলা আক্তার রিহা। তাঁরা দুজন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে ১৩ হাজার ৪০০ টাকা তুলে দেন দুই ভাই-বোন।
ইশরাক ও মিথিলা ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার ও শিক্ষিকা আরিফা খাতুনের সন্তান। ইশরাক বর্তমানে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থী। আর মিথিলা পড়ছে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে।
এ বিষয়ে ইশরাক বলেন, ‘দেশের এই দুর্যোগে অনেক মানুষই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাই। আমার বোনও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পায়। আমরা দুই ভাই-বোন বৃত্তির সেই টাকা খরচ করিনি। আমাদের ইচ্ছা ছিল, এই টাকা ভালো কোনো কাজে ব্যয় করব। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে এখন অনেক মানুষ কর্মহীন। তাঁদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হচ্ছে। তাই জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের বৃত্তির টাকা ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিই।’ জেলা প্রশাসকের হাতে এই টাকা তুলে দেওয়ার সময় ইশরাক ও মিথিলার বাবা শাহিনুল ইসলাম তরফদারও উপস্থিত ছিলেন।