 
                    
                    করোনায় দেশে প্রথম নাসিং কর্মকর্তার মৃত্যু
                        
                            বাংলা নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ মে ২০২০, ১৯:৩১
                        
                    
                করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম শেফালী রানী দাস (৫০) নামে এক নার্সিং কর্মকর্তা মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজর ছিলেন।
বুধবার (২১ মে) দিনগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’ এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৭ শতাধিক নার্সের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২শ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                