করোনায় জীবন দিলেন আরো এক কনস্টেবল
এনটিভি
প্রকাশিত: ২১ মে ২০২০, ১৭:০৫
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল মো. মোখলেছুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের আইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
সোহেল রানা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মো. মোখলেছুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। সোহেল রানা বলেন, মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তির টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে