কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই ফলেই মিলবে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ মে ২০২০, ১১:১৫

অনেক নারীই থাইরয়েডের সমস্যায় ভুগেন। দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এই সমস্যা বারতে থাকে। যা দেহের নানা রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। থাইরয়েড হরমোন শরীরের শক্তি, বৃদ্ধি এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। তাই থাইরয়েডের ভারসাম্য রক্ষা করা জরুরি। পুষ্টিবিদ রুজুতা দিয়েকর বলেন, হরমোনের ভারসাম্য রাখতে খেতে হবে এমন কিছু খাবার, যা শরীরের ভেতর থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এমন দুটি ফল রয়েছে যা হরমোন ক্ষরন নিয়ন্ত্রণ করতে সক্ষম।

চলুন জেনে নেয়া যাক সেই ফল দুটি সম্পর্কে-   আম যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারা আম খেতে পারেন। তবে আম কাটার আগে অবশ্যই আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে আমের মধ্যে থাকা সব জীবাণু ও রাসায়নিক পদার্থ নষ্ট হয়ে যাবে। রুজুতা দিয়েকর বলেন, থাইরয়েড থাকলে দুপুরে খাওয়ার পর আম খেলে বেশি উপকার মেলে। ম্যাঙ্গিফেরিন আমের মধ্যে থাকা এমন একটি জৈব উপাদান, যা রক্তে শর্করার মাত্রা কমায়। নারকেল ফ্যাটি অ্যাসিড থাইরয়েডের সমস্যা কমাতে সক্ষম। যা নারকেলের মধ্যে বিদ্যমান। তাই থাইরয়েড থাকলে নারিকেল খেতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও