You have reached your daily news limit

Please log in to continue


করোনা সঙ্কট মেটাতে মোনালিসা বিক্রি করবে ফ্রান্স?

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় ফ্রান্স শিল্পকর্ম ‘মোনালিসা’ বিক্রি করে দিতে পারে। ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভাল-এর প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন জানিয়েছেন, লিওনার্দো ভিঞ্চির আঁকা শিল্পকর্মটি বিক্রি করা হতে পারে। তিনি আরো জানান, দিনের পর দিন পরিস্থিতি মন্দার দিকে যাচ্ছে। আর এই সঙ্কট শিগগিরই কেটে যাবে বলেও মনে হচ্ছে না। জানা গেছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৮০ হাজার আটশ নয়জন এবং মারা গেছে ২৮ হাজার ২২ জন।বিশ্বের অন্যান্য দেশও করোনার সঙ্কটে পড়েছে। তবে ফ্রান্স তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্থদের তালিকায় উপরের দিকে রয়েছে। স্টেফানে ডিস্টিঙ্গুইন মনে করেন, ল্যুভের মিউজিয়ামে থাকা শিল্পকর্ম মোনালিসা বিক্রি করা হলে অনেক বেশি দাম পাওয়া যাবে। আর তা দিয়ে এই সঙ্কট মোকাবেলা করা সহজ হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফা্রন্সের বাণিজ্যিক প্রতিষ্ঠান, পর্যটন, নির্মাণ খাতসহ অন্যান্য খাত বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে করোনার জেরে। সে কারণে মূল্যবান সামগ্রী বিক্রি করে দেওয়ার শঙ্কা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন