কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিওকলে আসামিকে মৃত্যুদণ্ডের রায় শোনালেন বিচারক

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ মে ২০২০, ১৩:১৮

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে জুম ভিডিওকলে বিচারকার্য সম্পন্ন করেছেন সিঙ্গাপুরের একজন বিচারক। জানা গেছে, মাদকের মামলায় অভিযুক্তকে ভিডিওকলেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। মালয়েশিয়ার ৩৭ বছর বয়সী নাগরিক পুনিথান জেনাসান ২০১১ সালে মাদক চোরকারবারিতে জড়িত থাকার দায়ে ওই সাজা পেয়েছেন।

করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যেই গত শুক্রবার ভিডিওকলে সাজা শুনিয়েছেন বিচারক। সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, করোনাভাইরাসের কারণে সতর্কতার জন্য সরাসরি উপস্থিত না থেকে জুম ভিডিওকলের মাধ্যমে রাষ্ট্রপক্ষের আইনজীবী, বিচারক, আসামি এবং তার পক্ষের আইনজীবী অংশ নেন। সিঙ্গাপুরে ভিডিওকলে এটাই প্রথম মৃত্যুদণ্ডের সাজা শোনানোর ঘটনা ঘটলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও