You have reached your daily news limit

Please log in to continue


মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে নৌকা ডুবে ভলান্টিয়ার নিখোঁজ

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। ক্ষণে ক্ষণে ভারী বৃষ্টিও হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগর ও পটুয়াখালীর নদ-নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে কলাপাড়ায় নৌকা ডুবে এক ভলান্টিয়ার নিখোঁজ হয়েছেন। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, কলাপাড়ার ধানখালী ৬নং ইউনিটের টিম লিডার শাহ আলম তার চার সহযোগীকে নিয়ে মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য ওই এলাকায় যান। পরে সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসছিলেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় তাদের নৌকাটি ডুবে যায়। এতে তিনজন উপরে উঠতে পারলেও এখন পর্যন্ত শাহ আলমকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন