শবে কদর: শেষ নবীর উম্মতের জন্য বিশেষ উপহার

বার্তা২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ১০:৫৫

দিবস- রজনী, মাস-বছর সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। তারপরও এসবের মধ্যে কিছু কিছু পার্থক্য বিদ্যমান। যেমন ঈদের রাত, লাইলাতুল কদর, জুমাবার, ঈদের দিন, রমজান মাস বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে লাইলাতুল কদর অনন্য ও অনুপম মর্যাদার অধিকারী।

এ রাতকে লাইলাতুল কদর হিসেবে নামকরণের অনেক কারণ রয়েছে। ইমাম জুহুরি (রহ.) বলেন, এ রাতকে লাইলাতুল কদর বলার অর্থ হলো- এ রাত অতীব মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ মর্যাদা সম্পন্ন। কদরের আরেক অর্থ তাকদীর বা ভাগ্য নির্ধারণ। এ রাতে আল্লাহ তায়ালা পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের নিকট হস্তান্তর করেন, যাতে সব মানুষের জন্ম, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির তারিখ ও পরিমাণ নির্দিষ্ট থাকে।

এমনকি এ বছর কে কে হজ করবে তাও লিখে দেওয়া হয়। হজরত ইবনে আব্বাস (রা.)- এর মতে যে চারজন ফেরেশতাকে এ সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তারা হলেন- হজরত জিবরাঈল (আ.), হজরত মিকাঈল (আ.), হজরত ইসরাফিল (আ.) ও হজরত আজরাইল (আ.)। -কুরতুবি

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে