করোনাকালে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘ফেসবুক শপস'
করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বড় ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। চালু করছে ‘ফেসবুক শপস’ নামের একটি প্ল্যাটফর্ম। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা তাদের অনলাইন শপ চালু করতে পারবেন। এই উদ্যোগটি সম্পূর্ণ বিনা খরচে এবং খুব সহজে চালু করা যাবে। এছাড়া এখানে থাকছে শপিফাই, বিগ কমার্স এবং উ’র মতো থার্ড পার্টি কোম্পানির সহায়তা।
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বাংলাদেশ সময় মঙ্গলবার (১৯ মে) রাতে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি ঘোষণা দেন, ‘আমরা আজই ফেসবুক শপস চালু করবো। এর মূল ধারণাটি হচ্ছে যেকোনও ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের অ্যাপ দিয়ে জিনিসপত্র সরাসরি বিক্রি করতে পারবে। চাইলে অন্যকারো শপ ঘুরে দেখতে পারবেন। সেইসঙ্গে আমাদের অ্যাপের মাধ্যমে তা কিনতেও পারবেন।’
তিনি বলেন, ‘আমি মনে করি, এটি এখন বেশ গুরুত্বপূর্ণ। কেননা কোভিড-১৯-এর কারণে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে তাতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী টিকে থাকার জন্য অনলাইনে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সবাইকেই বলা হচ্ছে ঘরে থাকতে। সশরীরে বাইরে থেকে কাজ করাটা এখন খুবই কঠিন একটি বিষয় এবং এ কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকমাস প্রতিদিনই ফেসবুক শপস টিমের সঙ্গে কাজ করছি, যারা এখন ছোটো কোনও ব্যবসায় এমন টুল ব্যবহার করে করতে চাইবে তাদের জন্য যাতে করে এটাকে দ্রুত উন্মোচন করা যায়।’