কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ ভুলতে পারি না’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২০ মে ২০২০, ১০:০৭

সর্বকালের সেরা পেসারদের মধ্যে অন্যতম পাকিস্তানের কিংবদন্তী ওয়াসিম আকরাম। খেলোয়াড়ি জীবনে একাধিকবার বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এ দেশের মানুষের ভালোবাসা, অতিথিপরায়ণতায় মুগ্ধ হয়েছেন তিনি। বাইশ গজকে বিদায় বলার পরও ধারাভাষ্যকর হিসেবে মাঝেমধ্যেই বাংলাদেশে এসেছেন তিনি। এখানে তার বন্ধু-বান্ধবের সংখ্যাও কম নয়।  বাংলাদেশ সফরকালে নানা পদের খাবার খাওয়ার সুযোগ হয়েছে। তবে তার মুখে এখনো যেন লেগে আছে বাংলাদেশের মাছের ঝোল।

মঙ্গলবার রাতে তামিমের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেন ওয়াসিম আকরাম। এসময় আরো যুক্ত ছিলেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।

এসময় পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ কখনো ভুলতে পারি না।’  ভিডিওতে যুক্ত হয়ে ওয়াসিমবলেন, ‘আমি সবসময়ই বাংলাদেশে খেলা উপভোগ করেছি। আমি এ তিনজনের সঙ্গে খেলেছি, বিপক্ষে খেলেছি। বিশ্বাস করি মাঠে এবং মাঠের বাইরে আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম। কিন্তু এখন তুমি (তামিম) বাদে আমরা সবাই বুড়ো হয়ে গেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও