নিষিদ্ধ উমর আকমলের শাস্তি কমানোর আপিল

আরটিভি প্রকাশিত: ২০ মে ২০২০, ০০:০৯

পাকিস্তান ক্রিকেটের ব্যাড বয় বনে গেলেন উমর আকমল। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন তিন বছরের জন্য। অথচ তিনিই হতে পারতেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন।

সেই উমর আকমলের এখন টানতে হচ্ছে মামলার ফাইল। নিষেধাজ্ঞা শেষে আবার ক্রিকেটে ফিরতে পারবেন কী না সেটাও বড় প্রশ্ন। সময়টা যাতে কমিয়ে আনা তাই আপিল করতে যাচ্ছেন তিনি।
এ নিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন উমর আকমল। এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি নিরপেক্ষ প্যানেল গঠন করবে মামলার শুনানির জন্য।
১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ উইকেট কিপার-ব্যাটসম্যান ফিক্সিং না করেও নিষেধাজ্ঞায় পড়েছেন সন্দেহভাজন লোক তার সঙ্গে যোগাযোগ করায় এবং সেটি বোর্ডকে না জানানোয়।

এর আগে ফিক্সিংয়ে জড়িয়ে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সালমান বাট, মোহাম্মদ আমীর ও মোহাম্মদ আসিফ।উমর আকমলের মতো বাংলাদেশ দলের অল-রাউন্ডার সাকিব আল হাসানও ভুগছেন তথ্য গোপনের অভিযোগে দোষী হয়ে। সাকিব জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও