কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গানে গানে আনন্দে শিশুদের পাশে সজীব

শিশুরা দুঃখ বোঝে না। তাই পৃথিবী যখন মহামারিতে ভেসে যাচ্ছে, নিজের অল্প চেনা শিশুদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তরুণ গায়ক স্বপ্নীল সজীব। মহামারির এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুরা যেন আনন্দবঞ্চিত না হয়, সে জন্য তাঁদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। উপহার দেওয়া ও সময় কাটানোর পাশাপাশি তিনি নিজের একটি গানেরও সঙ্গী করে নিয়েছেন এই শিশুদের। স্বপ্নীল জানালেন, শিল্পীর দায়বদ্ধতা থেকে তিনি এ কাজটি করেছেন। কারণ এই ঈদ বাঙালি তথা বিশ্বের সব মুসলমানদের জীবনের একটি বেদনাদায়ক ঈদ। কিন্তু শিশুরা দুঃখ-বেদনা বোঝে না। এ ঈদে তাঁদের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সজীব। এটি দেখে যদি অন্যরাও যার যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের দিকে এগিয়ে আসে, সেটাই হবে তাঁর সার্থকতা। তিনি বলেন, আমি অনেকদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাই। ভাবলাম এবার আমার এলাকার আশপাশের সুবিধাবঞ্চিত কজন শিশুকে নতুন পোষাক উপহার দিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কিছু অংশ দিয়ে নির্মাণ করা হয়েছে আমার নতুন 'আনন্দের গান'-এর একটি ভিডিও। আমার গাওয়া এ গানের সুবাদে ওই শিশুদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিটুকুও ধরে রাখা গেল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় 'রমজানের ওই রোজার শেষে' এবং 'হীরকরাজার দেশে' ছবির গান 'আহা কি আনন্দ আকাশে বাতাসে' গান দুটির সমন্বয়ে একটি গান নতুন করে গেয়েছেন স্বপ্নীল সজীব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন