গলাচিপায় ১১৭ সাইক্লোন শেল্টারে হবে আশ্রিতদের ইফতার-সেহরি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মে ২০২০, ২১:২৩

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গলাচিপা উপজেলায় ইতিমধ্যে মৃদু বাতাস ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একদিকে করোনা আবার এরই মধ্যে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান। করোনার সামলাতে টালমাটাল অবস্থায়ই মঙ্গলবার বিকেলে থেকেই লড়তে হচ্ছে আম্ফানের সাথে। এ অবস্থায় সামাজিক দূরত্ব মেনে দুর্গত এলাকার জন সাধারণকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জানান, এ উপজেলায় দুর্গতদের আশ্রয়ের জন্য ১১৭টি সাইক্লোন শেল্টার ও ইউনিয়ন পরিদষ ভবন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া এলাকার বহুতল ভবন গুলো যাতে মানুষ আশ্রয় নিতে পারে সে ব্যবস্থাও করে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মোট ১৮টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও