শব‌‌-ই‌‌–‌কদর‌, মেমোরিয়াল‌ ‌ডে‌ ও ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র ‌দূতাবাস বন্ধ

ইত্তেফাক প্রকাশিত: ১৯ মে ২০২০, ২০:৩৮

শব‌‌-ই‌‌–‌কদর‌ ‌উপলক্ষে‌ ‌আগামী‌ ‌২১ ‌মে,‌ ‌মেমোরিয়াল‌ ‌ডে‌ ‌উপলক্ষে‌ ‌২৪‌ ‌মে ‌এবং‌ ‌ঈদ-উল‌-ফিতর‌ ‌উপলক্ষে‌ ‌২৫-২৬‌ ‌মে পর্যন্ত কনস্যুলার‌ ‌সেকশন‌সহ‌ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ‌দূতাবাসের‌ ‌সকল‌ ‌অফিস‌ ‌বন্ধ‌ ‌থাকবে।‌ মঙ্গলবার (১৯ মে) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ‌বন্ধের‌ ‌সময়ও‌ ‌যুক্তরাষ্ট্রের ‌নাগরিকদের‌ ‌জন্য‌ ‌জরুরি‌ ‌সেবা‌ ‌প্রদান‌ ‌করা‌ ‌অব্যাহত‌ ‌থাকবে বলে বলা হয়েছে।‌ ‌এজন্য‌ ‌তারা‌ ‌৫৫৬৬-২০০০‌ ‌নম্বরে‌ ‌ফোন‌ ‌করে‌ ‌কর্তব্যরত‌ ‌কর্মকর্তার সহযোগিতা পাওয়া যাবে। আমেরিকান‌ ‌নাগরিকদের‌ ‌জন্য‌ ‌জরুরি‌ ‌সেবা‌ ‌প্রদানসহ‌ ‌২৭ ‌মে থেকে‌ ‌দূতাবাসের‌ ‌স্বাভাবিক‌ ‌অফিস‌ ‌কার্যক্রম‌ ‌অব্যাহত‌ ‌থাকবে। এদিকে ‌‌দীর্ঘায়িত‌ ‌সরকারি ‌ছুটির‌ ‌পর‌ জনপরিবহনের‌ ‌স্বল্পতা‌ ‌কারণে‌ ‌এপয়েন্টমেন্ট‌ ‌পুনরায়‌ ‌নির্ধারণ‌ ‌করতে‌ ‌হলে‌ কনস্যুলার‌ সেকশনের‌ ‌‌(৮৮)(০২)‌ ‌৫৫৬৬-২০০০ ‌নম্বরে‌ ‌যোগাযোগ‌ ‌করার জন্য বলা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস ‌মহামারির ‌কারণে‌ ‌আমেরিকান‌ ‌সেন্টার,‌ ‌আর্চার‌ ‌কে‌ ‌ব্লাড‌ ‌লাইব্রেরি‌ ‌এবং‌ ‌এডুকেশন‌ ‌ইউ‌‌এস‌ ‌এ‌ ‌এডভাইসিং‌ ‌সেন্টার‌ ‌জনসাধারণের‌ ‌জন্য‌ ‌বন্ধ‌ ‌থাকবে‌।‌ তবে ভার্চুয়াল‌ ‌প্রোগ্রাম‌ ‌অব্যাহত‌ ‌রয়েছে ‌এবং‌ ‌শীঘ্রই‌ ‌আমেরিকান‌ ‌সেন্টার‌ ‌জনগণের‌ ‌জন্য‌ ‌খুলে‌ দেওয়া ‌হবে‌।‌ ‌কিন্তু ‌এই‌ ‌মুহূর্তে‌‌ ‌নির্দিষ্ট‌ ‌করে‌ ‌খোলার‌ তারিখ‌ জানানো হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও