দর্শকশূন্য মাঠ যেন বুড়োদের ফুটবল!
অনেক শঙ্কা আর উৎকণ্ঠাকে সঙ্গে করে মাঠে ফিরেছে ইউরোপের অন্যতম লিগ বুন্দেসলিগা। গত শনিবার ফাঁকা গ্যালারিতে ফিরেছে জার্মানের লিগটি। একদিন পর ইউনিউন বার্লিনের মধ্যকার ম্যাচ দিয়ে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
বার্লিনের বিপক্ষে দারুণ জয়েই শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে পুরো ম্যাচে দর্শকদের মিস করেছেন ফুটবলাররা। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ তারকা টমাস মুলার জানিয়েছেন, দর্শকশূন্য ম্যাচ যেন ‘বুড়োদের ফুটবল’।
ফাঁকা মাঠে খেলার অভিজ্ঞতা শেয়ার করে মুলার বলেন, ‘আমার কাছে ফাঁকা গ্যালারিতে খেলা মনে হয়েছিল আবহ অনেকটা সন্ধ্যা সাতটায় ফ্লাডলাইটের আলোয় হওয়া বুড়োদের ফুটবলের মতো। অবশ্য বল গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের খেলায় মান বসে যায়।'
মুলার আরো বলেন, ‘ম্যাচ শুরুর আগে কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম। ভাবছিলাম, সবকিছু কেমন হবে, কীভাবে এগোবে। অনেকটা আগস্টে মৌসুমের প্রথম ম্যাচের মতো। তবে সবাই উদ্বিগ্ন ছিলাম না। কারণ আগেই আমাদের সবকিছু বুঝিয়ে বলা হয়েছিল।'
- ট্যাগ:
- খেলা
- ফুটবল খেলা
- দর্শক শূন্য