ওয়ার্নের অভিযোগের জবাবে কী বললেন ওয়াহ?

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৭:১৮

স্টিভ ওয়াহ তাঁর দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার। এভাবেই প্রাক্তন অজি তারকাকে আক্রমণ করেছিলেন শেন ওয়ার্ন। ওয়াহ অবশ্য উড়িয়ে দিয়েছেন ওয়ার্নের করা অভিযোগকে। পরিসংখ্যান দেখিয়ে ওয়ার্ন বলেছিলেন, ওয়া ১০৪টি রান আউটের সঙ্গে জড়িত।

তার মধ্যে ৭৩ বারই আউট হয়েছেন ওয়ার ব্যাটিং পার্টনার। কিংবদন্তি লেগ স্পিনারের করা এহেন অভিযোগের জবাবে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ওয়াহ বলেছেন, ‘দুজন মানুষের মধ্যেই ঝামেলা হয়। এখানে তো দুজন নেই। একজন একতরফা বলে চলেছে। আমার কোনো প্রতিক্রিয়া নেই।’ ওয়ার্নের আক্রমণের কোনো জবাবই দিতে চাননি ওয়া। দুজনের মধ্যে সম্পর্ক ভাল নয় সেই খেলার সময় থেকেই। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়েছিলেন ওয়ার্ন। সেই সময়ে ওয়াহ অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও