এলিজাস ট্রাভেল ডায়েরি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৬:২৮

এলিজা বিনতে এলাহী একজন বিশ্ব পর্যটক ও শিক্ষক । তিনি ঘুরে বেড়িয়েছেন এ যাবত ৪৯টি দেশ আর বাংলাদেশের ৬৪ জেলা । এলিজার ভ্রমণে সবসময় গুরুত্ব পায় ইতিহাস ও  ঐতিহ্য , সেটি বিশ্বের কোনও দেশই হোক বা বাংলাদেশের কোনও জেলা।  এলিজা বিনতে এলাহীর পরিকল্পনা ও উপস্থাপনায় ,দেশ বিদেশের ভ্রমণ নিয়ে “এলিজাস ট্রাভেল ডায়েরি “ প্রচারিত হবে দীপ্ত টিভিতে ।

৭টি ট্রাভেল ডকুমেন্টারি সাজানো  হয়েছে  মিশর , কম্বোডিয়া , ভিয়েতনাম ও বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা , খাবার  , সংস্কৃতি , প্রকৃতি , জাতি গোষ্ঠী , যুদ্ধের ইতিহাস ও পর্যটনের নানা বিষয় নিয়ে।  মিশরের ট্যানোরা ডান্স , নুবিয়ান জাতি , ফারাও রাজা , প্যাপিরাস , হাজার মিনারের শহর কায়রো , মিশরের ঐতিহ্যবাহী  খাবার , পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কম্বোডিয়ার এংকর ওয়াত , কুখ্যাত খেমার রুজ বাহিনীর কিলিং ফিল্ড ,অপ্সরা ডান্স ,  ভিয়েতনামের হা লং বে , বাংলাদেশে টিকে থাকা মোঘল আমলের স্থাপনা হাম্মামখানা , ঢাকার জলদুর্গ , বিথাঙ্গল , বাংলাদেশের একমাত্র বেলে পাথরের কূপ ভ্রমনের আরও নানা বিষয় সম্পর্কে জানতে আপনি নিশ্চয়ই আগ্রহী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও