নতুন উদ্যমে ফিরছেন ইভান
একবুক স্বপ্ন নিয়ে মিডিয়া অঙ্গনে পথচলা মিশাল ইভানের। সুন্দর কণ্ঠস্বরের জন্য এফএম রেডিওতে রেডিও জকি (আরজে) হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি মডেলিংয়েও নিজের নাম লেখান। কিন্তু একটি বড় দূর্ঘটনা জীবন এলোমেলো করে দেয়। ইভার আবার মিডিয়ায় পুরো উদ্যোমে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজে নেমেছেন।
লেখাপড়ার পাশাপাশি অল্প বয়সেই কবিতা আবৃত্তি, গান, অভিনয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পেয়েছেন অনেক পুরস্কারও। ইভান জানান, ভালো কবিতা আবৃত্তি করতে পারতাম। এজন্য অনেক পুরস্কারও পেয়েছি। তবে কলেজ জীবন শেষ করে পা ফেলি অভিনয় জগতে। বিভিন্ন জায়গায় মডেল হিসেবে কাজ করি। এছাড়াও এফ এম রেডিওসহ ইউটিউবে বিভিন্ন প্লাটফর্মে কাজ করেছি। ফেসবুকের বিভিন্ন পেইজে মডেলিং করি, এফ এম রেডিওতে শো করার কারণে খুব ভালোই জনপ্রিয়তা আর ভালোবাসা পাই জনগণের কাছ থেকে।
কিন্তু বড় একটি দূর্ঘটনায় সবকিছু এলোমেলো করে দেয়। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়। একদম ছুটি নেওয়া যাকে বলে! তবে আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। নতুনভাবে মডেলিংয়ে যুক্ত হয়েছি। কিছু ব্র্যান্ডের সাথে কাজের কথা চলছে। মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শেষ হলে ইনশাআল্লাহ আবার নতুন করে সবকিছু শুরু করব।
- ট্যাগ:
- বিনোদন
- প্রতিভা
- র্যাম্প মডেলিং