কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরপুরে বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ

বাংলা নিউজ ২৪ মিরপুর ১৩, ঢাকা প্রকাশিত: ১৯ মে ২০২০, ১০:৫৯

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পোশাক কারখানার শ্রমিকরা বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন। শতভাগ বোনাসের দাবিতে তারা রাস্তা নেমে এই আন্দোলন করছেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকেন।

ওপেক্স গার্মেন্টস লিমিটেডের শ্রমিক মো. মিজান বাংলানিউজকে বলেন, আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি। অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দেবে বলে জানিয়েছেন মালিকপক্ষ‌। অন্য গার্মেন্টসের শ্রমিকদের মতো আমরাও শতভাগ ঈদ বোনাস চাই।

রোববার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বোনাসের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। আজকেও আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও