বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মাইকিং, সংযোগ বিচ্ছিন্নের হুমকি
বার্তা২৪
প্রকাশিত: ১৯ মে ২০২০, ১০:৩৪
লকডাউন উপেক্ষা করে এবার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইকিং করার অভিযোগ পাওয়া গেছে। জনসমাগম এড়াতে সরকারি বিধি নিষেধ থাকলেও তা একবোরইে মানছেনা পল্লীবিদ্যুৎ সমিতির নাসিরনগর জোনাল অফিস। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এছাড়াও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মাইকিং করার কারণে অনেকের মধ্যেই চাপা ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি নিম্ন ও অসহায় লোকজন পড়েছেন বিপাকে।
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লীবিদ্যুৎ সমিতি নাসিরনগর জোনাল অফিসের পক্ষ থেকে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মাইকিং করা হচ্ছে।