হাতজুড়ে মেহেদি না পরলে ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় না। এবার ঈদে ঘরে থেকেই মেহেদি পরার ছোট আয়োজন করতে পারেন। প্রতিবছর মেহেদির নকশায় দেখা যায় ভরাট কারুকাজ। তবে এবার নকশা হবে একেবারেই হালকা। ঘরে বসে মেহেদি পরা হবে তাই কারুকাজও বাছাই করতে হবে তেমন।
ইউটিউবে সহজ কিছু নকশা দেখেই মেহেদি পরা যাবে। নির্দিষ্ট কিছু নিয়ম মানলে রংও হবে গাঢ়, বললেন মেহেদি বাই আফসানার নকশাবিদ আফসানা আফরোজ। মেহেদির নানা নকশা মেহেদির বিভিন্ন নকশার মধ্যে কিছু হালকা নকশাও রয়েছে। মানডালা এমনই একটি নকশা। যা খুবই পরিচিতি ও পুরোনো।
হাতে তালুতে বা হাতের ওপরে গোল আকৃতির এই নকশা করা যাবে। আঙুলে থাকতে পারে হালকা কারুকাজ। আবার চাইলে লতা আকারেও পরা যাবে মানডালা নকশা। এ ছাড়া রয়েছে অনেক ধরনের স্টিক বা লতা নকশা। এ ধরনের নকশা সাধারণত লতার মতো করে এক আঙুলে পরা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.