কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পর্যটন খুলে দিচ্ছে তুরস্ক, বিদেশিরা আসতে পারবে জুন থেকে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৯:২১

এবার দেশি-বিদেশি ভ্রমণ পিয়াসুদের জন্য পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তার দুইদিন আগে চিকিৎসা সেবা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।

সম্প্রতি তুরস্কের পর্যটনমন্ত্রী মেহমেত নুরী এরসয় বলেন, ‘২৮ মে থেকে দেশের ভেতরে পর্যটন খাত খুলে দেয়া হবে, আর বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে মধ্যজুন থেকে।’ 

এক টিভি সাক্ষাতকারে তিনি বলেন, ‘শুরুতে এশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু হবে। কারণ চীন, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলো করোনা থেকে দ্রুত সেরে উঠছে। ইউরোপের দেশগুলোতেও আস্তে আস্তে পুনরুদ্ধার ঘটছে। বেশিরভাগ দেশের সঙ্গেই মধ্যজুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।’

তিনি বলেন, ‘করোনা মহামারির প্রেক্ষিতে হোটেলগুলো অতিথিদের কিভাবে সামলাবে এ ব্যাপারে তাদের করণীয় কি এসব বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এটা বিশ্বে প্রথম। একইরকম কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও