ছাত্রীদের মেসেঞ্জারে প্রেম নিবেদন করেন প্রধান শিক্ষক!
যশোরের মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে প্রেম নিবেদনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মে) প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের বিচার চেয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফীর কাছে ভুক্তভোগী দুই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে।
এ নিয়ে উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। সর্বমহলে প্রধান শিক্ষকের অপসারণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। তার এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরাও। তারা মেয়েকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। যশোরের মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী এভাবে নিজের ফেসবুক আইডি থেকে একাধিক শিক্ষার্থীর ইনবক্সে আপত্তিকর মেসেজ দিয়ে আসছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.