করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ মে ২০২০, ২০:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার ( ১৭ মে) বিকালে বাসায় ফিরেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি। মুনতাসীর মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, একদম করোনামুক্ত হয়ে বিকালে বাসায় ফিরলাম। তবে আরও কিছুদিন আমি আইসোলেশনে থাকবো। তার মা জাহানারা খানও এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।
অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে গত ৩ মে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরের দিন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। তাকে আইসিইউতে রাখা হয়। পরে গত ৭ মে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে