১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৯:৪৪
ঈদ সামনে রেখে ক্রিকেটারদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের মোট ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে দেওয়া হবে এই উৎসব ভাতা। উৎসব ভাতা সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এর আগেও আমরা চুক্তির বাইরের ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ক্লাব পর্যায়ের ক্রিকেটারদের সহায়তা করা হচ্ছে। সহায়তার পরিমাণটা খুব বেশি না হলেও আমরা ঈদের আগে সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করব।’ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব মিলিয়ে মোট ৭৬টি ক্লাবের তালিকা করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে