![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F18%2Fshuchona1.jpg%3Fitok%3DSZWXQTef)
‘আগামীকাল’ পুলিশ কর্মকর্তা হয়ে আসছেন সূচনা!
এনটিভি
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৭:৪০
‘আব্বাস’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সূচনা আজাদ। এবার অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে কাজ করলেন। ছবিতে তাঁর নায়ক ইমন।
এ ছবিতে আরো আছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ‘আব্বাস’ চলচ্চিত্রে পুরান ঢাকার মাস্তান নিরবের (আব্বাস) সহযোগী চরিত্রে অভিনয় করেন সূচনা। ‘আগামীকাল’ ছবিতে তাঁকে দেখা যাবে পুলিশের চরিত্রে, যদিও ছোটবেলা থেকে পুলিশকে ভয় পান সূচনা আজাদ। এই ছবিতে কাজ করে নাকি সেই ভয় কেটে গেছে। এমনকি পুলিশের প্রতি জন্মেছে শ্রদ্ধা। এনটিভি অনলাইনকে সূচনা আজাদ বলেন, ‘এই ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। পুরো ছবিতে আমি একটি খুনের রহস্যের পেছনে ছুটি।
- ট্যাগ:
- বিনোদন
- বাংলা চলচ্চিত্র
- চিত্র নায়িকা