সীতাকুণ্ডে মিল শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে মানববন্ধন
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৫:৫০
সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজ জুট মিল শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন। করোনাভাইরাসের প্রেক্ষিতে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির মজুরি দিতে বৈষম্যমূলক আচরণ এবং জুট মিলের শ্রমিকদের সাধারণ ছুটির টাকা পরিশোধ করা হবে না, বিজেএমসির এমন ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাফিজ জুট মিলের সিবিএ ও নন সিবিএর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন হয়। এতে মিলের শত শত নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়।