দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইমভিত্তিক ওয়েব সিরিজ আসছে বিঞ্জ-এ

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৫:০৭

মায়ের কণ্ঠ নকল করে বাড়ির কেয়ারটেকারকে বোকা বানিয়ে তুশি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো এক জিমির সন্ধানে। সব তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে, স্ত্রীসহ নিহত পুলিশ কর্মকর্তার বড় মেয়ে তুশিকে পেলেই খুলবে অনেক রহস্যের জট। কিন্তু কেউ জানে না তুশি কোথায় আছে।

পুলিশ ইন্টারোগেশনের সামনে তুশিকে খুবই শান্ত ধীরস্থির আর অবিচল দেখায়। যেন কিছুই ঘটেনি। বরং নানাভাবে সে পুলিশকে বোকা বানাতে থাকে। কী হয় তারপর? পুলিশ কি পারে রহস্যের জাল ভেদ করতে?এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ওয়েব সিরিজটি দেখা যাবে শুধু অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে। বাংলাদেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। সিরিজটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। গুণী নির্মাতা শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মুনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। শিহাব শাহীন বলেন, ‘আমি ওয়েব সিরিজটি নিয়ে খুবই এক্সসাইটেড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও