কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুত্র ইজহানকে নিয়ে চিন্তায় সানিয়া

ঢাকা টাইমস প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৩:১৭

লকডাউনের জন্য সানিয়া মির্জা ও শোয়েব মালিক রয়েছেন দুই দেশে। শোয়েব পাকিস্তানে, আর সানিয়া পুত্র ইজহানকে নিয়ে রয়েছেন হায়দরাবাদে নিজের বাড়িতে। তবে পিতা-পুত্রের দূরত্ব ভাবিয়ে তুলছে সানিয়াকে। সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে এসে টেনিসের গ্ল্যামার কুইন জানালেন, ‘পুত্র ইজহান কবে আবার বাবা শোয়েবকে দেখতে পাবে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছি। পাকিস্তানের শিয়ালকোটে আটকে পড়েছে শোয়েব। আমি হায়দরাবাদে। এই পরিস্থিতি বেশ কঠিন। পাকিস্তানে শোয়েবের ৬৫ বছর বয়সি মা রয়েছেন। তাই শোয়েবের ওখানে থাকা ভীষণ প্রয়োজন।’ ২০১৮ সালের অক্টোবরে পুত্র ইজহানের জন্মের পর বেশ কয়েকমাস কোর্টের বাইরে ছিলেন সানিয়া।

এ বছর জানুয়ারিতে কোর্টে ফিরেই হোবার্টে তিনি ডাবলস খেতাব জেতেন নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে। এরপর ১৮ মাসের ছেলেকে বাড়িতে রেখে দীর্ঘ চার বছর বাদে ফেড কাপেও খেলেছেন সানিয়া। প্রথমবার ফেড কাপের মূলপর্বে ভারতকে নিয়ে যান তিনি। সম্প্রতি সানিয়া আবার ফেড কাপের হার্ট অ্যাওয়ার্ডও জিতেছেন। তবে লকডাউনে টেনিস নিয়ে একেবারেই চিন্তা করছেন না সানিয়া। বরং করোনার জেরে উদ্ভুত সঙ্কটকালে মানুষের পাশে দাঁড়ানোটা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা জানিয়েছেন, ‘ত্রাণ তহবিল গড়ে রমজানের মাসে যাকাতের কাজ করছি। তবে আমি মনে করে, এই সাহায্য যথেষ্ট নয়। সবাইকেই এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘প্রতিদিনের রোজগারে যাদের সংসার চলে তাদের অবস্থা অনুভব করতে পারছি। আমার মতো অনেকেই সাহায্য করার মতো অবস্থায় রয়েছে। আমি যতটা সম্ভব সাহায্য করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও