পায়ের ত্বকে কালো ছোপ পড়েছে? দূর হবে কফি পেডিকিউরে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১১:২৮
সারাদিনের কাজকর্মে সবচেয়ে বেশি নোংরা হয় পা। আর মুখের বা অন্যান্য অঙ্গের যত্ন নিলেও পায়ের যত্ন সেভাবে নেয়া হয় না অনেকেরই। অনেকদিনের অবহেলায় পায়ে দেখা দিতে পারে নানা সমস্যা। চামড়া কালচে ও দ্রুত কুচকে যেতে পারে। সেই সঙ্গে পা ফাটা তো আছেই। এসব সমস্যার সমাধান হবে এক উপাদানেই।
কফি পানীয় হিসেবে সারাবিশ্বে পরিচিত। তবে রূপচর্চায় ও এর অবদান কম নয়। কফি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। সেই সঙ্গে নিয়মিত কফির ব্যবহার ত্বকে তারুণ্য ধরে রাখে।
- ট্যাগ:
- লাইফ
- পায়ের যত্ন
- পেডিকিউর