১০ হাজার টাকায় ৩ জিবি র্যামের স্মার্টফোন!
মাত্র ১০ হাজার টাকায় ৩ জিবি র্যাম ও ৩২ জিবি মেমরিসহ রিয়েলমি সি৩ মডেলের স্মার্টফোন দিচ্ছে ইভ্যালি। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে আরো দুই হাজার টাকা ছাড়।
আজ (সোমবার) দুপুর ২টা থেকে ইভ্যালির ওয়েবসাইট থেকে ক্রেতারা স্মার্টফোনটি কিনতে পারবেন। ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
রিয়েলমি জানায়, দেশের প্রেক্ষাপটে প্রথমবারের মতো মিডিয়াটেকের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন শক্তিশালী হেলিও জি সেভেন্টি গেমিং প্রসেসর থাকছে ডিভাইসটিতে। দারুণ ছবি তোলার জন্য এতে থাকছে এআই প্রযুক্তি সম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা। এগুলোর মধ্যে ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
একই সাথে আকর্ষণীয় সেলফি তোলার জন্য এতে আছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট পোর্ট্রেট ক্যামেরা। এই সবকিছুর ঝকঝকে অভিজ্ঞতা পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস মিনি ড্রপ কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষিত পর্দায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রিয়েল মি সি৩’কে সচল রাখবে দীর্ঘক্ষণ। অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে আছে রিভার্স চার্জিং প্রযুক্তি সুবিধাও।