করোনার সঙ্গে বাঁচতে শিখতে হবে, বলছেন বিশ্ব নেতারা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৯:৫৭
ব্রিটেন এবং ইতালির নেতারা মনে করেন, করোনাভাইরাসের জেরে সারাবিশ্ব থমকে যেতে পারে না। সে কারণে টিকার জন্য সারাবিশ্ব অপেক্ষা করতে পারে না বলেও মনে করেন দেশ দুটির নেতারা।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের সঙ্গে নাগরিকদের বসবাস করতে জানতে হতে পারে। সে কারণে রেস্টুরেন্ট, বার, নদীর তীর আজ সোমবার থেকে খুলে দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে গির্জা এবং দোকানপাটও খুলে দেওয়া হচ্ছে। গুইসেপে কন্টে বলেছেন, আমরা এই ঝুঁকির সম্মুখীন হয়েছি এবং আমাদের এটি গ্রহণ করা দরকার, অন্যথায় আমরা কখনোই পুনরায় সবকিছু চালু করতে সক্ষম হব না।রোনাভাইরাসের জেরে সারাবিশ্ব থমকে যেতে পারে না। সে কারণে টিকার জন্য