You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহী রেলস্টেশনে বসানো হলো ‘জীবাণুনাশক কক্ষ’

রাজশাহী রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে ‘জীবাণুনাশক কক্ষ’। স্টেশনের প্রবেশ মুখে ও বর্হিগম পথে কক্ষ স্থাপন করা হয়। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে। তবে ঈদের পর সীমিত আকারে পশ্চিমাঞ্চলে ট্রেন চালু হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পুনরায় ট্রেন চলাচল চালু করা যায়, তা নিয়ে ইতোমধ্যে স্টেশনগুলোতেও প্রস্তুতি চলছে। তবে পশ্চিম রেলে ট্রেন ছাড়তে হলে মানতে হবে ১৯ দফা নির্দেশনা। তারই অংশ হিসেবে এক এক করে এগিয়ে চলছে শর্ত বাস্তবায়ন ও ট্রেন ছাড়ার প্রস্তুতি। রবিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথে জীবাণুনাশক কক্ষ স্থাপনের কাজ শুরু করা হয়। দুপুর ২টার মধ্যে কাজ শেষ হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ঈদের পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে। এজন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক কার্যালয় থেকে ১৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে। ওইসব শর্ত বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগোচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন