আশুলিয়া জমি দখলের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৭ মে ২০২০, ২১:৪৫
সাভারের আশুলিয়ায় জমি দখল ও মারধরের অভিযোগে জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ। এর আগে সকালে জমি দখল মামলায় আকবর হোসেন মৃধাকে আশুলিয়ার কাঁঠালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ১৩ শতাংশ জমি নিয়ে অনেকদিন ধরে কামরুজ্জামান নামে এক ব্যক্তি ও শ্রমিক লীগ নেতা আকবর মৃধার বিরোধ চলে আসছিল। পরবর্তীতে ওই জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ করে তা দখলের চেষ্টা করেন আকবর মৃধা। এ ঘটনার জেরে রবিবার সকালে জমির মালিককে মারধর করেন ওই শ্রমিক লীগ নেতা। পরে এ ঘটনায় জমির মালিক কামরুজ্জামান মামলা করলে আকবর মৃধাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।