![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/05/17/204439_bangladesh_pratidin_lalmonirhat.jpg)
যুবককে তুলে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে নির্যাতনের অভিযোগ
ফেসবুকে লেখালেখি করার অপরাধে নুরুজ্জামান নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে মধ্যযুগীয় কায়দায় নিযার্তনের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যানের কাডার বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ মে) দুপুরে নিযার্তনের শিকার নুরুজ্জামানের চাচা আবুল কাশেম হাতীবান্ধায় থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার জাওরানী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ওই ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বাড়ি থেকে নিযার্তনের শিকার যুবক নুরুজ্জামানকে উদ্ধার করেন।
রবিবার (১৭ মে) সকালে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।