সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে জাকির নায়েকের 'পিস টিভি', ঢাউস জরিমানা
ভারতের বিতর্কিত ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েকের 'পিস টিভি'কে সম্প্রচার নীতিমালা ভঙ্গ করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর দায়ে তিন লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা) জরিমানা করেছে ব্রিটেন। পিস টিভিতে ধর্ম প্রচারের নামে দিনের পর দিন এমন কিছু উসকানিমূলক মন্তব্য করা হচ্ছে, যা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য যথেষ্ট।
সেই জন্যই পিস টিভি এবং পিস টিভি উর্দু- এই দুই চ্যানেলকে মোট ৩ লাখ পাউন্ড জরিমানা করেছে ব্রিটেন। ব্রিটেনে লর্ড কমিউকেশনসের আওতায় রয়েছে পিস টিভি। এদিকে ক্লাব টিভির অন্তর্ভূক্ত পিস টিভি উর্দু। এই দুটি চ্যানেলকে যথাক্রমে এক ও দুই লক্ষ পাউন্ড জরিমানা করেছে ইউকে কমিউনিকেশন সার্ভিস রেগুলেটর। ব্রিটেনের সংবাদমাধ্যমে নজরদারি প্রতিষ্ঠান 'অফকম' এর পক্ষ থেকে জানানো হয়েছে, 'সম্প্রচারের নিয়ম ভাঙার কারণে এই দুটি চ্যানেলের লাইসেন্সধারীদের জরিমানা দিতে হবে।