কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার ঈদের আড্ডা ও আনন্দগুলো মিস করবো : পলি

নব্বই দশকের শেষ দিকে ঢাকাই চলচ্চিত্রে চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন পলি। ঢালিউডে সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ আরও অনেকেই। কাজ করেছেন শতাধিক সিনেমায়। তবে তিনি বেশ কয়েক বছর ধরেই পর্দায় নেই।সংসার এবং ব্যবসা নিয়ে দিনরাত্রি চলে যাচ্ছে এক সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকার। করোনার প্রভাব এবং লকডাউনের জন্য বাসায় অবস্থান নিয়েছেন পলি।বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। লিখেছেন অরণ্য শোয়েব জাগোনিউজ : গৃহবন্দি জীবন কাটছে কেমন?পলি : বোরিং হলেও কিছু করার নেই। আমি লকডাউনের দুই তিনদিন আগে থেকে বাসায় অবস্থান করছি। তবে এরমধ্যে দুই একবার বের হয়েছিলাম ঘরের টুকিটাকি কেনাকাটার জন্য। এছাড়া আর বের হওয়া হয়নি। কোথাও যাওয়া হয়নি। পৃথিবী আবার শান্ত হবে এই অপেক্ষাতেই কাটছে দিন। পরিবারকে সময় দিচ্ছি। বাচ্চাদের সাথে খেলা করছি। ইউটিউব দেখে নতুন নতুন রান্না করছি। একটা গার্ডেন আছে সেটার পরিচর্যা করছি। আর ব্যায়াম করছি একটু নিজেকে ফিট রাখার জন্য।শুক্রবার বাদে প্রতিদিন ২ ঘন্টা ব্যায়াম করছি। এছাড়াও বই পড়ছি গান শুনছি এবং গান গাইছি (হাসি দিয়ে)। এই তো সময় চলে যাচ্ছে। জাগো নিউজ : রমজান মাস চলছে। এবারের রমজান কেমন কাটছে? পলি : ঘরবন্দি রমজান চলছে। অন্যরকম অভিজ্ঞতা। রোজা রাখছি। নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি। মাফ চাচ্ছি। দেশ ও জনগণের জন্য দোয়া চাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন