টেন্ডুলকারকে ভয়ে আউট দেননি আম্পায়ার: স্টেইন
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন নিশ্চিত ছিলেন যে, ওয়ানডেতে প্রথম ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করার আগে তিনি শচীন টেন্ডুলকারকে এলবিডব্লিউ করেছিলেন। তবে আম্পায়ার ইয়ান গোল্ড তাঁকে বলেন যে, তিনি ভারতের সেরা তারকাকে আউট দিলে তিনি নিজের হোটেলে ফিরে যেতে পারবেন না।
২০১০ সালে গোয়ালিয়রে সেই ঐতিহাসিক ইনিংসটি খেলেছিলেন শচীন। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টের সময় ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে টেন্ডুলকারকে আউট করা কতটা কঠিন তা নিয়ে আলোচনা করে স্টেইন বলেছিলেন, ‘আমার মনে আছে, আমি ওকে এলবিডব্লিউ আউট করেছিলাম, ও ১৯০-এর ঘরে ছিল। গোল্ড আম্পায়ার ছিল, এবং ও নটআউট দিয়েছিল।’ আমি বলেছিলাম, কেন আপনি তাকে আউট দেননি? তিনি বলছিলেন, ‘বন্ধু, চারপাশে দেখ, আমি যদি ওকে আউট দিই, তবে আমি হোটেলে ফিরতে পারব না।’ স্টেইন অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী ও সেঞ্চুরিকারী টেন্ডুলকারের প্রতি সম্মানই দেখিয়েছেন, তাঁকে প্রশংসায় ভরিয়েছেন।