দোকান খোলা রাখায় দুই জুয়েলার্সকে বহিষ্কার করেছে বাজুস
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য দুই প্রতিষ্ঠানকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এগুলো হলো-ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স। এ ছাড়া আরো ৩০টি সদস্য প্রতিষ্ঠানকে সতর্কতামূলক পত্র প্রেরণ করা হয়েছে। রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখে ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স। বাজুস বলছে, প্রতিষ্ঠান দুটিকে সাময়িক বহিষ্কার করার আগে সংগঠনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সতকতামূলক পত্র দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দোকান খোলা রেখে শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে পত্র দেওয়া হয়েছে।