প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে ৬৮ দিন পর শনিবার সর্বনিম্ন মৃত্যু দেখল। শনিবার একদিনে এই ভাইরাসে দেশটিতে প্রাণ গেছে ১৫৩ জনের। এর আগে গত ৯ মার্চ সর্বনিম্ন ৯৭ জনের প্রাণহানি ঘটে। এর পরই ইতালিতে ক্রমাগত ভয়ংকর রূপ ধারণ করে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাধ্য হয়ে সবকিছু লকডাউন করে দেশটির সরকার। সম্প্রতি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করায় লকডাউন শিথিল হয়েছে ইতালিতে। আস্তে আস্তে খুলতে শুরু করেছে দোকানপাট ও পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে সেখানে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী- ইতালিতে শনিবার একদিনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ২৪ হাজার ৭৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৬৩ জনের। সুস্থ হয়েছে এক লাখ ২২ হাজার ৮১০ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.