কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেলিপ্যাবের সভাপতি পদ ছাড়ছেন ইরেশ যাকের

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৫:৪১

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (টেলিপ্যাব) সভাপতির পদ ছাড়ছেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। আন্তঃসংগঠনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষের জেরে শনিবার বিকালে সংগঠন বরাবর পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে নাটকের শুটিং বন্ধ রাখা ও রবিবার থেকে শর্তসাপেক্ষে আবার শুটিং চালু করা, শিল্পীদের কারণ দর্শানোর নোটিস পাঠানোসহ আন্তঃসংগঠনের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে সদস্যদের মধ্যে।

টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠনের সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে অনেকে অভিযোগ করছেন, সদস্যদের কথা চিন্তা না করে নেতারা নিজেদের স্বার্থেই এসব সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিতে টেলিপ্যাবের সভাপতির পদ ছাড়ছেন ইরেশ যাকের। তার কথা, সভাপতি পদে গ্রহণযোগ্য কোনো নেতা আসুক, যার সিদ্ধান্ত সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। টেলিপ্যাবে পাঠানো চিঠিতেঅভিনেতা লিখেছেন, ‘নেতাদের প্রশ্নবিদ্ধ হওয়া চলবে না। নেতাদের সিদ্ধান্ত সদস্যরা গ্রহণ না করলে এটা নেতাদেরই ব্যর্থতা। আমাদের সিদ্ধান্ত নিয়ে সদস্যদের তরফ থেকে প্রশ্ন আসছে। বিশৃঙ্খলাও ঘটছে। আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করা হলেও সদস্যরা তা গ্রহণ করছে না। সেকারণেই আমি পদটি ছাড়তে চাই।’ তবে ইরেশ যাকেরের পদত্যাগত্রটি টেলিপ্যাব গ্রহণ করেছে কি না, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শুধু বলেছেন, ‘পদত্যাগের বিষয়ে সংগঠনের তরফ থেকে আমাকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও