গত বৃহস্পতিবার ‘বিপিএল প্লেয়ার্স আড্ডা’ নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে নিজেদের গল্প শুনিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। আশরাফুল ইসলাম রানা, নাবিব নেওয়াজ জীবন, রহমত মিয়া, ইমন মাহমুদ বাবুসহ ১৩ ফুটবলার করোনার সময়টা কিভাবে কাটাচ্ছেন, ফিটনেস কিভাবে ধরে রাখছেন এসব বিষয়ে আড্ডায় মেতেছিলেন। বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ নওমি ছিলেন এই লাইভ আড্ডার সঞ্চালক। ছেলেদের পর এবার নারী ফুটবলাররাও আসছেন বাফুফে আয়োজিত এই লাইভ আড্ডায়। দেশের নারী ফুটবলারদের মধ্যে থেকে ৮-১০ জন তারকাকে বেছে নেয়া হবে এই আড্ডার জন্য। আগামী মঙ্গলবার বিকেলের দিকে শুরু হবে ফেসবুক লাইভ আড্ডা। দেশের নারী ফুটবলের বড় মুখ সাবিনা খাতুন থাকবেন এই আড্ডায়। আরো যারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-মিসরাত জাহান মৌসুমী, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, আঁখি খাতুন, সানজিদা আক্তার, মনিকা চাকমা, তহুরা খাতুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.