দোষ স্বীকার করেছেন গেইল, আপাতত বেঁচে গেলেন!

এনটিভি প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৬:১০

সম্প্রতি ক্যারিবীয় লিগের দল জ্যামাইকা তালওয়াস থেকে রিলিজ পেয়েছেন ক্রিস গেইল। এবার তিনি খেলবেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে। তবে জ্যামাইকা থেকে বাদ পড়ে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এর জন্য গেইল দায়ী করেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানকে। শুধু তাই নয়, সতীর্থকে করোনাভাইরাসের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছিলেন তিনি। সাবেক সতীর্থকে নিয়ে এমন মন্তব্য করায় ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন গেইল এমনটা শোনা গিয়েছিল। তবে সারওয়ানকে নিয়ে করা মন্তব্যের জেরে আপাতত শাস্তি থেকে বেঁচে গেছেন গেইল। গতকাল শুক্রবার বিবৃতিতে গেইল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলেও জানিয়েছেন। তাই আপাতত তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সিপিএল টুর্নামেন্ট কমিটি। নিজের দোষ স্বীকার করে গেইল বলেন, 'জ্যামাইকা তালাওয়াস থেকে বিদায়ের কারণে দলটির ভক্তদের জানাতেই ভিডিওটি তৈরি করেছিলাম। এ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি খুব করে চেয়েছিলাম, জ্যামাইকার হয়ে আমার সিপিএল ক্যারিয়ার শেষ করতে, সাবিনা পার্কে নিজের ভক্তদের সামনে।' অবশ্য নিজের ভুল স্বীকার করলেও সারওয়ানের বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করেননি গেইল, 'আমি সেদিন যা বলেছিলাম, তার সবই সত্যি ছিল। কথাগুলো আমার মন থেকে উঠে এসেছিল। তবে এর সঙ্গে আমি এটাও স্বীকার করছি যে, হয়তো আমার মন্তব্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এবং সিপিএল টুর্নামেন্টের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও